Home »
গিল জর্ডন - জোয়ার-জলে হত্যাকান্ড
গিল জর্ডন, প্রাইভেট ডিটেকটিভ- এই শিরোনামে ইংরেজীতে অনুদিত কমিকসের সংখ্যা মাত্র দুটি। অথচ, টিনটিনের মত পদে পদে হাস্যরসের হিল্লোল না থাকলেও গল্পগুলি টিনটিনের চেয়ে কোনো অংশে কম নয়! প্রথম দর্শনে আমি ভেবেছিলাম, টিনটিনের ফ্যান মেড কমিকস বুঝি। পরে জানলাম, টিনটিনের মতই "ক্লিয়ার লাইন" আঁকা এই কমিকস। ও, আর একটা কথা, প্রথমবার গিল জর্ডনকে দেখে আমি ভেবেছিলাম, টিনটিন বুঝি পরচুলা পরে ডিটেকটিভ এজেন্সি খুলেছে।:) জ়োয়ারের সুযোগ নিয়ে বিখ্যাত এক আর্ট কালেকটরকে মারা হয়েছে, এরকম সন্দেহ করা হচ্ছে। তদন্তে নেমে গিল আবার ওই মৃত ব্যক্তির ফোন পেল, সে নাকি বেঁচে আছে এবং লুকিয়ে আছে! কেন? কি ব্যাপার? আসলে কি ঘটেছিল? এই কমিকসটা একটু অন্য ধরনের থ্রিলিং মেশানো। আশা করি সবার ভালো লাগবে!
9th August, 2019 7:38 PM
Episodes

Powered by Blogerythm Version 3.1
যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা