Home » তথ্য ও ঘোষণা » ঘোষণা »
  প্রাক-প্রারম্ভিক উপহারের সময় প্রায় শেষ!
By : banglamax

মুগ্ধবাংলায় আগত সকল অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানাই! আজ এই পর্যন্ত প্রায় ৩০ জন নতুন সদস্যদের আমরা পেয়ে গেছি। আর মাত্র কয়েকজন নতুন সদস্য হলেই আমরা প্রাক-প্রারম্ভিক স্তর ছেড়ে উঠে আসব মুগ্ধবাংলার আসল পথে। সেইসঙ্গে প্রাক-প্রারম্ভিক উপহারের যে রীতিটি এখনো চালু আছে, তা বন্ধ করে দেব। অর্থাৎ এখন পর্যন্ত যে ৫০ ক্রেডিট দেওয়া হয়েছিল সকল নতুন সদস্যদের সেটি বন্ধ হয়ে যাবে।তাহলে এরপর ডাউনলোড করার জন্য ক্রেডিট পাবেন কোথায়?

বলাই বাহুল্য, এরপর ক্রেডিট পাওয়া সকলের পক্ষে সহজ নাও মনে হতে পারে। তাই যে সকল অতিথিরা প্রায়ই এসে দেখে যান, কি চলছে এখানে, অথচ রেজিস্টার করেন না, তাদের বলছি,রেজিস্টার করে নিন এখনই! কে বলতে পারে, হয়ত আপনিই আমাদের শেষ ভাগ্যবান সদস্য যিনি এই প্রাক-প্রারম্ভিক উপহার পেলেন!

আরও একটা কথা, প্রাক-প্রারম্ভিক পর্ব শেষের পর প্রায় সব নতুন মুগ্ধবাংলা অরিজিনাল রিলিজের জন্য ক্রেডিট কাটা যেতে পারে।তাই সেগুলি যদি পেতে চান, আসুন না, রেজিস্টার করে রাখুন এখনই।

Last edit by : banglamax on 9th May, 2019 দুপুর 1:01
 √ Replies
No Replies!